Introduction To Windows Server Operating System | উইন্ডোজ সার্ভার কি? | Windows Server 2022

আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Solutions দ্বারা আয়োজিত আজকের টিউটোরিয়ালে, আশা করছি সবাই ভালো আছেন।

Windows Server Administration/Server Admin/ System Admin/ System Engineer হিসেবে যারা ক্যারিয়ার গড়তে চাচ্ছেন বা উইন্ডোজ সার্ভার skills আরো enhance করতে চাচ্ছেন; তাদের জন্য NTP Solutions নিয়ে এসেছে Windows Server Administration সিরিজ, যেখানে MCSA (Microsoft Certified System Administration) নিয়ে আলোচনা করা হবে।

এটি একটি “Introductory” টিউটোরিয়াল, “Introductions To Windows Server Operating System”, যেটিতে আমরা জানতে পারবো, উইন্ডোজ সার্ভার কি, কোন ধরনের virtual lab environment ব্যবহার করা হবে, এই সিরিজে কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, ইত্যাদি।

Server Administration এর সিরিজে যেসকল বিষয়গুলো মূলত আলোচনা করা হবে, তা হলো: 

  • Introduction To Windows Server 2022.
  • Windows Server 2022 Networking.
  • Windows Server 2022 File & Storage Services.
  • Windows Server 2022 Active Directory.

এই সিরিজের কিছু গুরুত্বপূর্ণ মডিউল হলো :

  • Installing, Configuring, Upgrading & Migrating Windows Server.
  • Installing & Configuring Domain Controllers.
  • Installing & Configuring VMware, Hyper-V & Virtual Machines.
  • Managing Objects in ADDS.
  • Organisational Units.
  • Group Policy.
  • Implementing DNS, DHCP etc.
  • Routing & Remote Access.
  • File Service & Sharing.
  • Storage spaces & storage pools etc.

আমরা বিভিন্ন ধরনের উইন্ডোজ ভার্সন সম্পর্কে জানি, যেমন: Home Edition, Pro, Enterprise. যেগুলো সাধারন অ্যাপ্লিকেশনস, যেমন: MS office, Photoshop ইত্যাদি দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু, এছাড়াও উইন্ডোজ এর আরেক বিশেষ ধরনের Server pack রয়েছে, Windows Server নামে পরিচিত, যা এন্টারপ্রাইজ লেভেলে ফাইলস, ডেটা , স্টোরজ, অ্যাপ্লিকেশনস, কমিউনিকেশনস এবং একাধিক কম্পিউটার কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করতে ডিজাইন করা হয়েছে। 

উইন্ডোজ সার্ভার কি?

মাইক্রোসফট দ্বারা launched-কৃত এমন এক বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম সফটওয়্যার, যা মূলত ক্লায়েন্ট ডিভাইস বা কম্পিউটারদের সেবা প্রদান করে থাকে। সুতরাং, এটি সার্ভার অপারেটিং সিস্টেমের একটি গ্রুপ, যা মাইক্রোসফট দ্বারা তৈরিকৃত একটি ব্র্যান্ড। বিভিন্ন ধরণের কাজে সার্ভার ব্যবহৃত হয়ে থাকে, যেমনঃ ওয়েব সার্ভার, ইমেইল সার্ভার, ডেটাবেজ সার্ভার ইত্যাদি।

একটি সাধারণ ডেস্কটপ কম্পিউটারকে চাইলে সার্ভার হিসেবে তৈরি করা যায়, যেমনঃ ফাইল শেয়ারিং এর জন্য ফাইল সার্ভার। কিন্তু সাধারণ ডেস্কটপ কম্পিউটারগুলোতে সীমাবদ্ধতা রয়েছে,  অতিরিক্ত বড় ধরনের কাজ ধারণ ক্ষমতা অর্থাৎ, বড় ধরনের ওয়ার্কলোডের জন্য ডিজাইন করে বানানো হয়নি, তাই সেক্ষেত্রে সাধারন ডেক্সটপ দ্বারা তৈরিকৃত সার্ভার ডাউন হয়ে পরবে। ডেস্কটপ এবং সার্ভার দুটো এর সিপিইউ আলাদা ধরনের হয়ে থাকে, যেমনঃ সাধারন ডেস্কটপের জন্য Intel Core Series প্রসেসরস এবং সার্ভারের জন্য  Intel Xeon প্রসেসরস, যা ECC (Error Correcting Code) সাপোর্ট করে যা সার্ভারকে সারাক্ষণ অর্থাৎ ২৪/৭ সার্ভার চালু রাখতে এবং মেমোরিতে কোনো ধরনের error হওয়া থেকে রক্ষা করে, যেনো সার্ভার ডাউন না হয়ে পরে, এবং সার্ভারে redundant পাওয়ার সাপ্লাই এর ব্যবস্থাও থাকে।

উইন্ডোজ সার্ভার এবং রেগুলার উইন্ডোজ অপারেটিং  সিস্টেমের মধ্যে মূল পার্থক্যগুলো কি ?

  • উইন্ডোজ সার্ভারে রয়েছে বিভিন্ন রকম কার্যকরী tools, যার মধ্যে Server Manager অন্যতম, যেই ফিচারটি সধারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলোতে নেই। এখানে সার্ভার স্পেসিফিক অনেক ফিচারস অ্যাড করা যেতে পারে, যেমন: DHCP services, Windows Deployment services, এবং Active Directory Domain Services. এই ফিচারগুলোর সাহায্যে অপারেটিং সিস্টেমকে আলাদা মেশিন থেকে রিমোটলি চালানোর জন্য সহায়তা করে থাকে।
  • Web Server সেট-আপ, ক্লায়েন্ট মেশিনের জন্য স্ট্যাটিক আইপি সেটআপ, ডোমেইন সেটআপ, ডোমেইন ইউজার সেটআপ ইত্যাদি, এগুলো উইন্ডোজ ১০-এ  কিন্তু ডিফল্টভাবে থাকে না। তবে তৃতীয়পক্ষ সফটওয়্যার ইউজ করে, উইন্ডোজ ১০- এ এগুলোকে enable করা যেতে পারে।
  • উইন্ডোজ সার্ভার বিশেষ করে প্রো-ইউজারদের জন্য ডিজাইন করা, উইন্ডোজ সার্ভারে সাধারণ মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা যায় না, বরং লোকাল অ্যাকাউন্ট বা ডোমেইন অ্যাকাউন্ট ইউজ করে সাইন-ইন করা হয়।
  • প্রায় সকল ক্ষেত্রে উইন্ডোজ সার্ভার এডিশনকে বিজনেস সেটিং এ ব্যবহার করা হয়। এটি এন্টারপ্রাইজ ইউজার জন্য তৈরি করা, এতে কনজ্যুমার  লেভেল ফিচার গুলো যেমন- Cortana, Microsoft store, Microsoft edge ইত্যাদি included থাকে না। এতে আগে থেকেই উইন্ডোজ ১০ এর মতো অনেক অ্যাপ ব্যান্ডেল আকারে ইন্সটল করা থাকে না। উইন্ডোজ সার্ভার মূলত সার্ভার গ্রেড সিস্টেম, এবং রেগুলার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি হলো কনজ্যুমার গ্রেড সিস্টেম।
  • উইন্ডোজ সার্ভারে একাধিক ইউজার একসাথে লগইন এবং কাজ করতে পারে, কিন্তু রেগুলার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একসময়ে একজন ইউজারই লগইন করতে পারে।
  • উইন্ডোজ এর তুলনায়, উইন্ডোজ সার্ভার এডিশন এর লাইসেন্স অনেকবেশি দামী।
  • সার্ভারের হার্ডওয়্যার সাপোর্ট বেশ শক্তিশালী হয়ে থাকে। উইন্ডোজ-১০ সর্বোচ্চ ২টেরাবাইট সাইজ পর্যন্ত র‍্যাম সাপোর্ট করতে পারে, কিন্তু উইন্ডোজ সার্ভার ২৪টেরাবাইট পর্যন্ত র‍্যাম সাপোর্ট করে, ৬৪টি সিপিইউ সকেট সাপোর্ট করতে পারে। কারণ, ডেক্সটপ ইউজারদের এতো high capacity হার্ডওয়্যার সাপোর্টের দরকার পরে না, কিন্তু কোম্পানির প্রয়োজন অনুসারে, সার্ভারে অনেকবেশি ইউজার এবং অনেক অ্যাপ্লিকেশন রান করানো হয়ে থাকে।

Virtual Lab Environment:

Operating System-

✓ Server Operating System

✓ Client Operating System 

Virtualization Software-

✓ Hyper-V

✓ VMware

উইন্ডোজ সার্ভার ২০২২ এর সংক্ষিপ্ত পরিচিতি:

Windows Server 2022 হল সবচেয়ে নিরাপদ, নির্ভরযোগ্য এবং Azure-সামঞ্জস্যপূর্ণ সার্ভার, যা 2021 সালে মাইক্রোসফট দ্বারা রিলিজড করা হয়েছে। 

এটির তিনটি ভার্সন দেখা যায়, তা হলো:

Windows Server 2022 Essentials: যদিও এই ভার্সনে বিভিন্ন ফিচারস অ্যাড করা হয়েছে, এটি মূলত ছোটো অফিস বা ব্যবসার পরিসরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সেজন্যে এই ভার্সনে হার্ডওয়্যার, ভার্চুয়াল মেশিন, কনটেইনারাইজেশন, ইউজার সংখ্যা ও scalability-তে কিছুটা সীমাবদ্ধতা লক্ষণীয়। এবং এই ভার্সনে লাইসেন্সের আবশ্যকতা নেই।

Windows Server 2022 Standard: Essentials ভার্সনের তুলনায়, Standard ভার্সনের হার্ডওয়্যার, স্পেসিফিকেশনস, ইউজারের সংখ্যা, কনটেইনারাইজেশন ইত্যাদি বিষয়ে অনেক বেশিই সুবিধাজনক।

Windows Server 2022 Datacenter: Standard ভার্সনের মতই এটির হার্ডওয়্যার, স্পেসিফিকেশনস, ইউজারের সংখ্যা, কনটেইনারাইজেশন ইত্যাদি বিষয়ে অনেক বেশিই সমৃদ্ধশালী। কিন্তু, Standard ভার্সনে দুইটি ভার্চুয়াল মেশিন সাপোর্ট করলেও, Datacenter ভার্সন মূলত বড় বড় কোম্পানিতে ভার্চুয়ালাইজেশন ও ক্লাউড সুবিধা বৃদ্ধির জন্য ভার্চুয়াল মেশিন আনলিমিটেড সাপোর্ট করে থাকে। 

সুতরাং, আমরা নিজের বা কোম্পানির প্রয়োজন অনুযায়ী সার্ভার ২০২২ এর যেকোনো ভার্সন ব্যবহার করতে পারি।

আমরা আজকের এই Introductory টিউটোরিয়ালটিতে জানতে পারলাম –

√সার্ভার বিষয়ক গুরুত্বপূর্ণ মডিউল এবং টপিকগুলোর নাম।

√উইন্ডোজ সার্ভার কি?

√উইন্ডোজ সার্ভার এবং রেগুলার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি?

√উইন্ডোজ সার্ভারের ল্যাব environment কেমন হয়ে থাকে?

√উইন্ডোজ সার্ভার ২০২২ এর সংক্ষিপ্ত পরিচিতি।

উইন্ডোজ সার্ভার ২০২২ সম্পর্কে, আগামী পর্বগুলোতে আরো বিস্তর আলোচনা করা হবে। 

আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই, এতখন সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে উইন্ডোজ সার্ভার-2022 কিভাবে installation & Configuration করতে হয়, তা নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন; লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এইভাবেই সবসময় NTP Academia এবং NTP Solutions এর সাথেই থাকুন।

“If you are not willing to learn, no one can help you. If you are determined to learn, no one can stop you. So, keep learning with NTP Academia”

Sources: https://www.microsoft.com/en-us/windows-server

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top