কিভাবে virtual machine (VMware) এ MikroTik OS installation ও  configuration করা যায়। অর্থাৎ, আমাদের PC কে কিভাবে আমরা MikroTik router হিসেবেও ব্যবহার করতে পারি।

✓প্রথমে আমরা VMware Workstation; version 16 Pro machine টি চালু করে নিবো।

✓তারপর, Create a New Virtual machine অপশনটি select করে নিবো।

✓ Custom (Advanced) option টি select করে Next দিয়ে নিবো।

✓”I will install the Operating System later” এই অপশনটি বেছে নিবো এবং Next এ ক্লিক করে দিবো।

✓ guest operating system এর ক্ষেত্রে আমরা “Other” অপশনটি select করবো এবং drop down menu থেকেও Other ভার্সনটি select করে Next দিবো।

✓Virtual Machine এর নাম দিবো পছন্দ অনুযায়ী এবং location এখানে browse করে manually সিলেক্ট করে next দিবো। 

✓Maximum Disk Size 30GB Select করে নিবো এবং প্রয়োজন অনুযায়ী store a virtual disk as a single file বা split virtual disk into multiple files যেকোনো একটি অপশন Select করে Next দিবো ।

✓Customise hardware এ click করে দেখবো Memory 256MB, Processors 1 automatically নিয়ে নিয়েছে। CD/DVD (IDE) এর use ISO image file option browse করে নিবো। তারপর, MikroTik এর ISOটি দেখিয়ে দিবো এবং network adapter এখানে NAT select করে close দিবো। 

✓Finish অপশনটি select করার মাধ্যমে Virtual machine-টি ready হয়ে যাবে। 

✓Power on this virtual machine option click করে machine টি চালু করে নিবো।

✓ চালু হওয়ার পর mouse pointer টি screen এর ভিতরে রেখে a press করবো “select for all” option টির জন্য এবং এরপর i press করলে install অপশনটিও select হয়ে যাবে।

✓ যেই disk create করেছি সেটির মধ্যে কোনো data থাকলে তা automatically erased হয়ে যাবে তাই y press করে দিবো।

✓Enter ক্লিক করে দিবো reboot এর জন্য।

✓MikroTik এর login হলো admin.

✓MikroTik এর password এখানে blank তাই Enter press করবো।

✓লাইসেন্স যেহেতু নাই তাই n press করবো।

✓Continue করার জন্যে Enter দিবো।

✓New password set up করে নিবো এবং repeat করে নিবো পাসওয়ার্ডটি। 

✓এখন ctrl+alt press করে আমরা winbox এ চলে আসবো।

✓refresh করে নিবো, দেখা যাচ্ছে যেই MikroTik OS install করেছি মাত্র, তা show করছে।

✓এর MAC address এ click করে নিবো।

✓login এ admin type করে নিবো।

✓password টি টাইপ করে connect করে নিবো।

✓MikroTik এ login হয়েছে।

✓OK click করে দিবো।

✓এটি হচ্ছে MikroTik এর Home page, এখন আমরা MikroTik router এর configuration করবো।

✓এইখানে আমরা দেখতে পাচ্ছি Interface option, Click করে দেখতে পাচ্ছি একটা interface দেয়া আছে। আমাদের minimum দুইটা interface use করবো, একটি internet in এবং আরেকটি internet out এর জন্য।

✓ Mikrotik VMware machine এ এসে power off করে Edit Virtual machine settings option এ আসবো।

✓network adapter-এ এসে add এ click করে network adapter select করে finish অপশনটি click করবো।

✓machine-টি কে power on করে run করিয়ে নিবো।

✓login এ admin এবং password দিয়ে নিবো। 

✓Enter দিয়ে Continue করে নিবো।

✓ctrl+alt দিয়ে আবার winbox এ এসে reconnect করে নিবো।

✓interface এ এসে ether1 এ click করে নিবো এবং name option এ either1_IN type করে apply ও ok দিবো।

✓ether2- এ click করে নিবো এবং name option-এ either2_OUT type করে apply ও ok দিবো।

✓এরপর, IP option এ এসে Addresses এ click করবো, + এ Click করার পর, isp থেকে যেই ip দিয়েছে সেই ip টি এখানে টাইপ করে নিবো এবং interface এ ether1_IN select করে নিবো। Apply+ok দিবো। Network automatically detect করে নিবে।

✓আবার, + এ Click করার পর, আরেকটি ip এখানে টাইপ করে নিবো এবং interface এ ether2_OUT select করে নিবো। Apply+ok দিবো। Network automatically detect করে নিবে।

✓আবার, IP option এ এসে DNS এ click করবো, servers option এ 8.8.8.8 এবং drop down⬇️ এ click করে 8.8.4.4  click করে apply+ok করে নিবো।

✓এখন, IP option এ এসে Routes এ click করবো, এবং + এ ক্লিক করার পর, Gateway-এ তে isp থেকে পাওয়া gateway use করবো apply+ok দিবো।

✓IP option এ এসে এবার firewall এ click করবো, এবং NAT option select করবো, + এ ক্লিক করার পর, Action এ Click করবো এবং Action এ masquerade option select করে Apply+OK দিবো। 

✓এবার, IP option এসে DHCP server এ click করবো, এবং DHCP Setup option টি select করবো। interface, Address এবং Gateway automatically detect করে নিয়েছে, তাই next এ click করে নিবো। DHCP setup ok করে নিবো।

✓Bandwidth management এর জন্যে এখন Queue list এ কাজ করে থাকি সেজন্যে আগে IP option এ এসে DHCP server এর Leases option এ এসে MAC address assing করে নিতে হবে। এখানে, Address option এ এসে, LAN দিয়ে OUT করিয়েছি সেই range এর একটি IP assign করে দিবো। এবং 12 ডিজিটের একটি MAC address assing করে দিবো, Server option এ এসে dhcp1 select করে নিবো। Comment option এ এসে Device টি কার নামে তা প্রয়োজন অনুযায়ী লিখে ok দিতে পারি। তারপর, Apply+OK দিয়ে দিবো।

✓এই device এর against এ আমরা internet বরাদ্দ করে দিতে পারি, সেজন্য আমাদেরকে Queues option থেকে Simple Queue এর + এ click করবো। যেই নামটি assing করেছি সেটি copy করে নিয়ে এসে Name option এ paste করে দিবো। Device এর against এ যেই IP দিয়েছিলাম তা type করে দিবো target option এ। এরপর, ঐ ডিভাইস এর against এ MB বরাদ্দ করবো, Max Limit option এ upload speed এবং download speed প্রয়োজনমত assign করে দিতে পারবো। Apply+OK দিয়ে নিবো।  দেখা যাচ্ছে, upload এবং download speed assing হয়ে গিয়েছে। 

এইভাবে আমরা Virtual মেশিনেও MikroTik routerOS configuration করতে পারি।

আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই, এতখন সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে MikroTik এর অন্য একটি টপিক নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন; লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এইভাবেই সবসময় NTP Academia এর সাথেই থাকুন।

“Keep learning with NTP Academia & Take care of yourself……..”

Sources:

https://mikrotik.com
https://en.wikipedia.org/wiki/MikroTik

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top