আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে, যেখানে আমরা আলোচনা করবো- MikroTik এর basic concept নিয়ে, যেনো MikroTik এর পরবর্তী বিষয়গুলো বুঝতে আরো বেশি সহজ হয় আমাদের জন্য।
আমরা সচরাচর যে ভুলটি করি, তা হলঃ মাইক্রোটিক বলতে মাইক্রোটিক রাউটারকে বুঝে থাকি। মাইক্রোটিক এবং মাইক্রোটিক রাউটার কিন্তু ভিন্ন দুটি বিষয়।
চলুন তাহলে দেখে নেয়া যাক, আজকের টপিকটিতে কি কি আলোচ্য বিষয়গুলো থাকছে –
√MikroTik বলতে কি বুঝায়?
√MikroTik এর ইতিহাস।
√ MikroTik Router কি?
√MikroTik Router এর Feature-গুলো কি?
√MikroTik ট্রেনিং ও সার্টিফিকেশন।
MikroTik বলতে কি বুঝায়?
MikroTik হল একটি লিনাক্স ভিত্তিক Router operating system. মাইক্রোটিক কোন রাউটার না, এটি একটি কোম্পানির নাম। যারা সাধারণত নেটওয়ার্কিং প্রোডাক্ট তৈরি করে থাকে। এই Router operating system দিয়ে নিজের PC টিকে MikroTik Router বানিয়ে নেয়া যায়। আবার, বাজারে বিভিন্ন মডেল এর MikroTik Router Board কিনতে পাওয়া যায়। যেমনঃ RouterBOARD 450, RouterBOARD 450G, RouterBOARD 750GL, RouterBOARD RB 1100 AH.
MikroTik এর ইতিহাসঃ
MikroTik (SIA Mikrotīkls) একটি কোম্পানির নাম। এটি একটি লাটভিয়ান কোম্পানি যা লাটভিয়ার রিগা শহরে অবস্থিত। MikroTik সর্বপ্রথম 1996 সালে John Tully এবং Arnis Riekstiņš দ্বারা প্রতিষ্ঠা লাভ করেছিল। মাইক্রোটিক কোম্পানি তাদের রাউটারের কারণে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে।
MikroTik Router কি?
MikroTik Router হল MikroTik কোম্পানি দ্বারা তৈরিকৃত একটি Intelligent Router. MikroTik router দিয়ে সাধারন Router এর সব কাজ করা যায়। কিন্তু এর পাশাপাশি MikroTik এর বেশ কিছু ফিচারস এর কারনে এটা দিয়ে নেটওয়ার্ক Administration এর কাজও করা যায়। এটি রাউটারের মতো একটি ডিভাইস, যার আকার ছোট একটি বক্সের মতো থেকে শুরু করে বড় বক্স আকারের হয়ে থাকে। এর মধ্যে, কিছু ডিভাইসে ওয়্যারলেস সুবিধাও যুক্ত রয়েছে। এই ধরনের ডিভাইসের পাশাপাশি রয়েছে আরো অন্য একটি পদ্ধতি- মাইক্রোটিক আইএসও। এটি একটি অপারেটিং সিস্টেম, যা দিয়ে কমপিউটারে এই অপারেটিং সিস্টেম ইনস্টল করে কমপিউটারকেই রাউটার হিসেবে কাজ করানো যাবে।
MikroTik Router এর Feature-গুলো কি?
- DHCP Server হিসেবে কনফিগার করা যায়। যেভাবে সাধারণ ব্রডব্যান্ড Router কাজ করে।
- নেটওয়ার্ক এর সবগুলো IP এর Bandwidth Control করা যায়। এমনকি কোন IP ছাড়াই বিভিন্ন সার্ভিস এর Bandwidth control করা যায়। যেমনঃ Mail Bandwidth, Ping bandwidth, Voice Bandwidth ইত্যাদি।
- Web Proxy হিসেবে কনফিগার করা যায়। Web Proxy দিয়ে বিভিন্ন ওয়েব সাইট ব্লক করা যায়।
- একাধিক ISP এর ইন্টারনেট connection একসাথে ব্যবহার করার জন্য Load Balance/Bandwidth Marge করা যায়।
- একই ISP এর একাধিক সংযোগ এর মধ্যে Auto Redundancy করা যায়।
- PPPoE Server হিসেবে Configure করা যায়। যার মাধ্যমে ব্রডব্যান্ড Dialer ইন্টারনেট সার্ভিস প্রদান করা সম্ভব।
- PPPoE Client হিসেবে configure করা যায়। যার মাধ্যমে BTCL ও অন্যান্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ব্যবহার করা সম্ভব।
- নির্দিষ্ট কিছু মডেলের MikroTik Router দিয়ে USB wimax modem, USB mobile modem এর ইন্টারনেট সার্ভিস পাওয়া সম্ভব।
- VPN Server এবং VPN Client হিসেবে Configure করা যায়।
- Advance firewall configure করা যায়।
এছাড়াও রয়েছে আরও অনেক ধরনের ফিচার।
MikroTik রাউটারের সুবিধাগুলো কি?
মাইক্রোটিক একটি শক্তিশালী রাউটার, যা ব্যবহার করে যেসব সুবিধা পাওয়া যায়, তা হলো:
- Bandwidth Control and Distribution,
- Quality of Service(QoS)Control,
- Auto System Backup,
- IP-MAC Address Bonding System,
- Filtering,
- Firewall,
- HotSpot,
- RIP, OSPF, BGP, MPLS Routing,
- Remote Winbox Graphical Interface,
- Telnet/MAC-Telnet/SSH Service,
- VPN,
- Load Balancing-সহ নানা ধরনের সুবিধা।
MikroTik ট্রেনিং ও সার্টিফিকেশন:
মাইক্রোটিকের ওপর বিভিন্ন ধরনের ভেন্ডর সার্টিফিকেশন রয়েছে। যেমন: MTCNA- MikroTik Certified Network Associate, MTCRE- MikroTik Certified Routing Engineer, MTCWE- MikroTik Certified Wireless Engineer, MTCTCE- MikroTik Certified Traffic Control Engineer, MTCUME- MikroTik Certified User Management Engineer, MTCINE- MikroTik Certified Inter-networking Engineer।
আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই, এতখন সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে আমরা জেনে নিবো- কিভাবে VMware এর মাধ্যমেও MikroTik OS installation করা যায়। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন; লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এইভাবেই সবসময় NTP Academia এর সাথেই থাকুন।
“Keep learning with NTP Academia & Take care of yourself……..”
Sources: