আসসালামু আলাইকুম। NTP Solutions দ্বারা আয়োজিত আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা জেনে নিবো- “After Resetting MikroTik Router, How Can We Fix The Login Problem By Using Winbox.” অর্থাৎ, মাইক্রোটিক রাউটার রিসেট করার পর, লগইন না করতে পারার সমস্যাটি, Winbox এর মাধ্যমে যেভাবে সমাধান করতে হয়।
চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি-
১। আমরা এখানে যেই RouterBoard-টি ব্যবহার করছি, তা হলো RB750r2. মাইক্রোটিক রাউটারটি Reset করার পর, প্রথমে winbox টি double click করে open করে নিবো। এবং user এবং password দিয়ে connect করার চেষ্টা করব।
২। দেখা যাচ্ছে, [ERROR: router does not support secure connection.] বার বার চেষ্টা করার পরও, এই connecting error message টি দেখাচ্ছে।
৩। সমস্যাটি সমাধানের জন্য আমরা, Winbox এর tools অপশনটি select করে legacy mode অপশনটি enable করে নিব।
৪। এই পর্যায়ে,
neighbors
↓
refresh
↓
Mac Address এ click করে, পুনরায় connect অপশনে ক্লিক করে নিবো।
দেখা যাচ্ছে, winbox এ login করার যে সমস্যাটি হচ্ছিল, এইবার Connect করার পর Winbox এর interface টি open হয়েছে।
সুতরাং, উপরের স্টেপগুলো follow করে, MikroTik reset করার পর প্রায়ই, Winbox এর মাধ্যমে মাইক্রোটিকে লগইন করতে না পারার যে সমস্যাটির সম্মুখীন আমরা হয়ে থাকি, সেটির সমাধান আমরা খুব সহজেই পেতে পারি।
আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই, এতখন সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন; লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এইভাবেই সবসময় NTP Academia এবং NTP Solutions এর সাথেই থাকুন।
“Great things happen to those who don’t stop believing, trying, learning, and being grateful… So, keep learning & Growing with NTP Academia & Take care of yourself”
Sources: