আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Solutions দ্বারা আয়োজিত আজকের এই টিউটোরিয়ালে। আশা করছি, গত Introductory টিউটোরিয়ালে উইন্ডোজ সার্ভার সম্পর্কে কিছুটা হলেও, ধারণা লাভ করতে পেরেছেন। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো: “VMware Workstation-এ উইন্ডোজ সার্ভার ২০২২ ইনস্টল এবং কনফিগার করা।”
চলুন তাহলে, আর দেরি না করে শুরু করা যাক, আজকের টিউটোরিয়ালটি, এবং যার জন্য আমাদেরকে মূলত তিনটি ধাপ অনুসরন করতে হবে:
ধাপ-১: উইন্ডোজ সার্ভার 2022, VMWare Workstation এ ইন্সটল করার জন্য ভার্চুয়াল মেশিন তৈরি করা:
✓প্রথমে আমরা Server22 নামে একটি ফোল্ডার তৈরি করে নিবো, আমাদের ল্যাপটপ বা পিসির ড্রাইভে। প্রয়োজন এবং পছন্দ অনুসারে যেকোন একটি নাম ব্যবহার করা যাবে ফোল্ডাটির জন্য।
✓তারপর, VMware Workstation 17 মেশিনটি চালু করে নিবো। নিম্নের ধাপগুলো অনুসরণ করবো:
File
↓
New Virtual Machine
↓
Custom (Advanced) অপশনটি select করে নিবো
↓
Next
↓
Hardware Compatibility: Workstation 17.x
↓
Next
↓
“I will install the Operating System later” এই অপশনটি বেছে নিবো
↓
Next
↓
Guest operating system এর ক্ষেত্রে আমরা “Microsoft Windows” অপশনটি select করবো এবং drop down মেন্যু থেকে ভার্সনটি “Windows Server 2022” select করে নিবো
↓
Next
↓
Virtual Machine এর নাম দিবো পছন্দ অনুযায়ী এবং location এখানে Browse করে manually সিলেক্ট করে নিবো
↓
next
↓
Firmware Type: BIOS select করে নিবো
↓
Processor Configuration-
Number of Processors: 2
Number of cores per processors: 2
↓
Next
↓
Memory For The Virtual Machine: 4096 MB
↓
Next
↓
Network Type: NAT
↓
Next
↓
Select I/O Controller Types: LSI Logic SAS (Recommended)
↓
Next
↓
Select a Disk Type: SCSI
↓
Next
↓
Create a new virtual disk
↓
Next
↓
Maximum Disk Size: 100 GB
(Store virtual disk as a single file)
↓
“Server22.vmdk” নামে 100 GB সাইজের ডিস্ক ফাইলটি তৈরি হয়ে যাবে
↓
Next
↓
Finish
ভার্চুয়াল মেশিনটি তৈরি হয়ে গিয়েছে, এবং এখন আমরা উইন্ডোজ সার্ভার ২০২২ ইনস্টল করতে পারবো।
ধাপ-২:VMWare Workstation -এ উইন্ডোজ সার্ভার 2022 ইন্সটল করার পদ্ধতি।
এখন আমরা তৈরিকৃত ভার্চুয়াল মেশিনটিতে মাউস দিয়ে Right ক্লিক করে নিবো
↓
Settings
↓
Processors অপশনে ক্লিক করে,
√Virtualize Intel VT-x/EPT or AMD-V/RVI
√Virtualize CPU performance counters
↓
CD/DVD (IDE) এর use ISO image file option browse করে windows server 2022 এর iso টি manually দেখিয়ে নিবো।
↓
OK
↓
Power On This Virtual Machine অপশনটি ক্লিক করে নিবো
↓
Language to Install: English (United States)
Time and Currency format: English (United States)
Keyboard or input method: US
↓
Next
↓
Install
↓
Windows Server 2022 Datacenter Evaluation (Desktop Experience)
select করে নিবো
↓
Next
↓
Notice and Licence Terms, Accept ক্লিক করে নিবো
↓
Next
↓
Custom: Install Microsoft Server Operating System only (advanced) select করে নিবো
↓
Operating system-টি যেই ড্রাইভে ইনস্টল করবো, তা select করে নিবো
↓
Next
↓
ইনস্টলেশন প্রসেসটি শুরু হবে, এবং ইন্সটল হতে কিছুটা সময় লাগবে
↓
ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর “Customize settings” নামের একটি ডিসপ্লে আসবে। যেখানে, ডিফল্টভাবে, ইউজারের নাম: Administration থাকবে, এবং পাসওয়ার্ডটি আমরা lowercase, uppercase, number মিলিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী টাইপ করে নিবো।
↓
Finish দিয়ে ইনস্টলেশন সম্পন্ন করে নিবো
ধাপ-৩: কনফিগার করা:
ইনস্টল সম্পন্ন হওয়ার পর, উইন্ডোজ সার্ভার এর Lock Screen আসবে
↓
Ctrl+Alt+Delete দিয়ে unlock 🔓 করে নিবো
↓
পাসওয়ার্ড টাইপ করে Enter দিবো
↓
উইন্ডোজ সার্ভারটি open হবে
↓
“Server Manager” tools টি পিন 📌 করে নিবো টাস্কবারে
↓
টাস্কবারে মাউসে Right ক্লিক করে, “Search” থেকে “Show Search Icon” টি সিলেক্ট করে দিবো, তাহলে টাস্কবারে স্পেস নষ্ট কম হবে
VMware Tools Install:
ভার্চুয়াল মেশিনের “VM” অপশন থেকে “Install VMware tools” ক্লিক করে নিবো
↓
(This PC→ DVD Drive→ setup64) অথবা,
DVD Drive VMware- টুলসটি pop up হওয়ার পর তা ক্লিক করে, “Run Setup64.exe” অপশন select করে নিবো, দেখা যাবে”VMware Tools” ইনস্টল এর জন্য তৈরি হচ্ছে
↓
VMware Tools Setup নামে একটি ট্যাব open হলে, সেটি চালু করার জন্য Next ক্লিক করে নিবো
↓
Typical (শুধুমাত্র এই VMware products এবং ফিচারস ব্যবহার করে মেশিনটি Run করার জন্য)
Complete (একাধিক VMware products এবং ফিচারস দিয়ে মেশিন মেশিনটি run করার জন্য)
বা Custom(Advanced ইউজারদের জন্য এটি প্রযোজ্য) এই তিন ধরনের সেটআপ টাইপ থেকে প্রয়োজন অনুযায়ী আমরা যেকোনো একটি select করে নিতে পারি। আমরা Typical অপশনটি এখানে বেছে নিয়েছি
↓
Next
↓
Install
↓
Finish
↓
Restart এর জন্য Yes অপশন select করতে হবে
↓
Ctrl+Alt+Delete দিয়ে unlock 🔓 করে নিবো
↓
পাসওয়ার্ড টাইপ করে Enter দিবো
↓
উইন্ডোজ সার্ভারটি open হবে
Computer Name Change:
Server Manager টুলসটি Open করে Local Server অপশনটি ক্লিক করে নিবো
↓
Computer Name এই অপশনে ক্লিক করবো, System Properties নামে ট্যাবটি open হয়ে যাবে
↓
Change অপশনে ক্লিক করে Computer Name অপশনে পছন্দ ও প্রয়োজনমত নাম টাইপ করে দেয়া যাবে
↓
Ok
↓
Restart: Ok
↓
Close
↓
Restart Now
↓
Ctrl+Alt+Delete দিয়ে unlock 🔓 করে নিবো
↓
পাসওয়ার্ড টাইপ করে Enter দিবো
↓
উইন্ডোজ সার্ভারটি open হবে
↓
Server Manager টুলসটি Open করে Local Server অপশনটি ক্লিক করে নিবো
↓
Microsoft Defender Firewall অপশনে ক্লিক করতে হবে, Windows Security নামে ট্যাবটি open হবে
↓
Firewall & Network Protection অপশনে এসে Domain network অপশনে ক্লিক করতে হবে
↓
Microsoft Defender Firewall বন্ধ 📴 করে দিতে হবে
↓
একইভাবে, প্রাইভেট এবং পাবলিক নেটওয়ার্ক অপশনে এসে Microsoft Defender Firewall বন্ধ 📴 করে দিয়ে পেইজটি close করে নিতে হবে
↓
এরপর, আবার Server Manager এ এসে reload দিয়ে নিতে হবে, দেখা যাবে ফায়ারওয়াল বন্ধ দেখাচ্ছে
↓
Local Server অপশন থেকে Ethernet0- তে ক্লিক করে নিতে হবে
↓
এরপর, Ethernet0-তে মাউসের right ক্লিক করে properties এ আসতে হবে
↓
Internet Protocol Version 4 (TCP/IP4) select করে, Properties অপশনে ক্লিক করতে হবে
↓
By default, DHCP-তে IP assigned করা থাকে, Manually IP সেট আপ করার জন্য “Use The Following IP Address” অপশন select করে নিতে হবে, এবং আইপি, গেটওয়ে ও DNS টাইপ করে দিতে হবে
↓
Ok
↓
এরপর, আবারও Server Manager-এ এসে reload দিয়ে নিতে হবে, দেখা যাবে আইপি সেট আপ হয়েছে
↓
Time Zone অপশনে ক্লিক করে নিতে হবে
↓
Change Time Zone অপশনটি ক্লিক করে নিবো
↓
Drop down মেন্যু থেকে Dhaka select করে নিবো
↓
Ok
এবার, উইন্ডোজ আপডেট disable করে দিতে হবে, যেনো অটো আপডেটেড না হয়ে যায় এবং আপডেট এর জন্য VMware এ কাজে যেনো কোনো সমস্যা সৃষ্টি না হয়।
Windows + R
↓
services.msc টাইপ করে Enter দিবো
↓
Windows Update অপশনটি ক্লিক করে Properties অপশন বেছে নিবো
↓
Startup Type: Disabled
↓
Service Status: Stop
↓
Apply
↓
Ok
সুতরাং, আমরা আজকের এই টিউটোরিয়ালটিতে জানতে পারলাম –
✓উইন্ডোজ সার্ভার 2022, VMWare Workstation এ ইন্সটল করার জন্য ভার্চুয়াল মেশিন প্রথমে তৈরি করা।
✓VMWare Workstation -এ উইন্ডোজ সার্ভার 2022 ইন্সটল করার পদ্ধতি।
✓ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর, উইন্ডোজ সার্ভারটি ব্যবহারের সুবিধার্থে, কনফিগার করা।
আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই, এতখন সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে Active Directory Domain Service (ADDS) সম্পর্কে, সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন; লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এইভাবেই সবসময় NTP Academia এবং NTP Solutions এর সাথেই থাকুন।
“Anyone who stops learning is old, whether at twenty or eighty. Anyone who keeps learning stays young.So, keep learning with NTP Academia”
Sources: https://www.microsoft.com/en-us/windows-server